মেঘনায় ধরা পড়ল ৭ ফুটের ‘পাখি মাছ’, জেনে নিন আসল পরিচয়
সাদাকালো নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ৭ ফুট লম্বা বিরল সামুদ্রিক ‘পাখি মাছ’ ধরা পড়েছে। প্রায় ২২ কেজি ওজনের মাছটি ২৩ জুলাই) মধ্যরাতে উপজেলার পাটারিরহাটের জারিরদোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়।