আহত শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে বানর!

সাদাকালো নিউজ
মা, শিশু দুইজনই আহত। সেই অবস্থাতেই আহত শিশুকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যায় আহত মা। তবে আর্শ্চযের বিষয় হচ্ছে এই মা মানুষ নয় বরং একটি বানর। এই বিরল ঘটনাটি মঙ্গলবার দুপুরে ভারতে বিহারের সাসারামের শাহজুমা এলাকায় ঘটে।
নিজে আহত হয়েও আহত শিশুকে নিয়ে চিকিৎসা করাতে চিকিৎসক এস এম আহমদের চেম্বারে পৌঁছয় এই মহিলা বানর। যা দেখে হতবাক হয়ে যায় চিকিৎসক থেকে চিকিৎসা কর্মী সকলেই।
চিকিৎসক তাদের আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বানরটিকে ভিতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বানরটি। তিনি দুজনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন।
এর পর চিকিৎসক সবাইকে সরে যেতে বললে ওই মা বানর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরে সুস্থে বেরিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।