৩ বছরে ১৩৫ দেশ ঘোরাবে প্রমোদতরী!
সাদাকালো নিউজ
ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়ানো এটা প্রতিটি ভ্রমণপিপাসুদের স্বপ্ন। আর এবার সেই স্বপ্ন বাস্তবের রূপ দিচ্ছে তুরস্কের একটি ক্রুজ সংস্থা। জলপথে তিন বছর ধরে ১৩৫টি দেশ ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছে সংস্থাটি। ইস্তাম্বুল থেকে ১ নভেম্বর যাত্রা শুরু করবে এই প্রমোদতরীটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০০ কেবিনযুক্ত এই প্রমোদতরীটি যাত্রাপথে ১৩৫টি দেশের বিভিন্ন বন্দরে দাঁড়াবে। সেখানকার সমস্ত বিখ্যাত জায়গা ঘোরার সুযোগ দেওয়া হবে যাত্রীদের। সব চেয়ে বড় কথা জলে ভাসতে ভাসতেই অফিসের সমস্ত কাজ করার সুযোগ মিলবে।
সংস্থাটির পক্ষ থেকে মাইকেল পিটারসন জানান, ‘যে কোনো প্রান্ত থেকে কাজ করার সুবিধা না পাওয়া গেলে এতদিন ধরে বাড়ির বাইরে থাকা সম্ভব নয়। সে সব কথা ভেবেই আমরা সমস্ত ব্যবস্থা করেছি।’
বাড়ির মতো সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে খানাপিনা, শরীরচর্চা, সুইমিং পুল, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট এবং চিকিৎসা সেবা— সবটাই মিলবে এই তরীতে।
এদিকে এমন জলবিলাসের জন্য খরচ নেহাত কম নয়। প্রতি বছরের জন্য যাত্রীদের সাড়ে ২৪ লাখ টাকা থেকে ৯০ লাখ টাকার মতো খরচ পড়বে