বেনজির ভুট্টো-সওকত আজিজের পর ইমরান খানের পালা।
সাদাকালো নিউজ
গত কয়েক সপ্তাহে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে অনেকটা ঝড় বয়ে গেছে। রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তানের বেশ কিছু বিরোধী দল।
পাকিস্তানের ৭৪ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদকাল পূর্ণ করতে পারেননি। এদের মধ্যে কেউ হয়েছেন বরখাস্ত, আবার কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর গদিতে বসেছেন ১৮ জন।
ইমরান খানের আগে বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, সওকত আজিজরা গদি হারিয়েছেন। এদের মধ্যে কেয়ারটেকার সরকারও ছিলেন। কিন্তু কেউ ৫ বছর টেকেননি। কাউকে সরতে হয়েছে আদালতের নির্দেশে, কেউ বা সরেছেন সেনাবাহিনীর চাপে। ইমরান খান হারলে তিনি বেনজির ভুট্টো, সওকত আজিজের দলে অন্তর্ভুক্ত হবেন।
এদিকে আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানের পার্লামেন্টে শুরু হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক। যেখানে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।
বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির বেশ কয়েকজন সদস্য দল ত্যাগ করেছেন। এ কারণে অনাস্থা ভোটের ফল বিরোধী দলের পক্ষে আসার সম্ভাবনা বেড়ে গেছে।