ইমরান খানের ক্ষমতা হারানোর ৩ কারণ!
সাদাকালো নিউজ
শত চেষ্টার পরও অবশেষে রানআউট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে হেরে কোনো প্রধানমন্ত্রী বিদায় নিলেন। এমনটা যে ঘটবে সেটি কি আঁচ করতে পেরেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক?
পাকিস্তানের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীই ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। সে হিসেবে ইমরান খানের বেলায়ও অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে একটা জায়গায় ইমরান খান ব্যতিক্রম, তিনিই পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী যে অনাস্থা ভোটে গদি হারিয়েছেন।
যদিও এর পেছনে বিদেশি ষড়যন্ত্র দেখেছেন ইমরান। তিনি এক ‘গোপন চিঠি’ দেখিয়েও দাবি করেছেন, তাঁর ফেব্রুয়ারি মাসের রাশিয়া সফরকে ভালোভাবে নেয়নি ক্ষমতাবান দেশগুলো। তবে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে- ইমরান খানের পতনের পেছনে তিনটি কারণ তুলে ধরেছে।
প্রতিবেদনে ইমরান খানের পতনের অন্যতম কারণ বলা হয়েছে অর্থনৈতিক বিপর্যয়। এ বিষয়ে দেশটির অর্থনীতিবিদরা বলছেন, আগের সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর করোনা দুই মিলে বিপর্যয়ে পড়েছেন ইমরান।
ইমরানের পতনের আরেকটা বড় কারণ হিসেবে সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, সেনাবাহিনী যখন নিরপেক্ষ নীতির কথা বলেছে তখনই বিরোধীরা আন্দোলন জোরালো করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে সেনাবাহিনীর জোরালো সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছিলেন ইমরান। তবে পদায়নের নানা ইস্যুতে সেনাবাহিনীর সাথে ইমরানের সেই ভালো সম্পর্ক এখন নেই। যদিও এমন কথা অস্বীকার করছে সেনাবাহিনী ও পিটিআই।