
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের এক হাজার ৯১২টি কলেজের তিন লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) ৬৭১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। ফলাফলে পাসের হার ৮৬.৫৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, এ ফলাফলের বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) পাওয়া যাবে।
এছাড়া ফলাফল সম্পর্কে কেনো পরিক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি বা অভিযোগ থাকলে আগামী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিমের বরাবরে লিখিতভাবে জানানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গাজীপুর জেলা
ঢাকা বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়