কারাগারে কোয়ারেন্টিনে পরীমনি, কী খাচ্ছেন তিন বেলা?
সাদাকালো নিউজ ডেস্ক
কারাগারে থাকা ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালো আছেন। কাশিমপুর কারা কর্তৃপক্ষ বলছে, সাধারণ কয়েদিদের যেসব খাবার-দাবার এবং সুযোগ-সুবিধা দেয়া হয়, এই অভিনেত্রীকেও তাই দেয়া হচ্ছে। জানা গেছে, সাধারণ বন্দিদের জন্য সকালের খাবার হিসেবে দেয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা।