আসলেই কী ১৫ দিন একই মাস্ক পরছেন পরীমনি?
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আদালতে এখন পর্যন্ত তিন দফায় হাজির করা হয়েছে। গত ৫, ১০ ও ১৯ আগস্ট মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয়। প্রতিবারই পরীমনির জামিন পাওয়া, না পাওয়া নিয়ে যেমন আলোচনা-সমালোচনা হয়েছে, তেমনি আলোচনায় ছিলো এই নায়িকার পোশাক।
পরীমনি আটকের দিন যে পোশাকে ছিলেন, সেটি নিয়েই নানা আলোচনা হয়েছে। কারণ প্রথম দুইবার আদালতে তাকে একই পোশাক ও মাস্কে দেখা গেছে। যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেককে।
তবে পরীমনিকে তৃতীয় দফায় আদালতে হাজিরার দিন দেখা যায় নতুন পোশাকে। কিন্তু থামেনি সমালোচনা। প্রশ্ন উঠেছে তার মাস্ক নিয়ে। তার মুখে মাস্ক যে আগেরটাই দেখা গেছে!
১৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পরীমনিকে নেয়া হয় আদালতের কাঠগড়ায়। সেখানে উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত শুনানি শেষে তৃতীয় দফায় আরও ১ দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিন পরীমনিকে দেখতে তার দুই খালাতো ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন শতবর্ষী নানা শামসুল হকও। এ সময় নাতনীকে কাঠগড়ায় দেখে আবেগি হয়ে পড়েন তিনি। শামসুল হক কাঠগড়ায় থাকা পরীমনির (নাতনি) সঙ্গে কিছু সময় কথা বলার সুযোগ পান।
পরীমনিকে গত ৫ আগস্ট জিন্স প্যান্ট ও শার্ট পরিহিত অবস্থায় আদালতে হাজির করা হয়। গত ১০ আগস্ট একই পোশাকে দেখা যায় তাকে।