
সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ
রাজধানী মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সংঘর্ষের কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবত থাকবে বলে জানিয়েছে আগারগাঁও মেট্রো স্টেশন কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) মিরপুর ১০ নম্বরে দুপক্ষের সংঘর্ষের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন বন্ধ থাকার কারণে যে কেউ চাইলে আজকের কাটা টিকেটের টাকা তারা ফেরত নিতে পারবে। অথবা পরে সে টিকেট দিয়ে ট্রেনে চলাচল করতে পারবে।