
সাইফের সেঞ্চুরি, নয়ে নয় আবাহনীর
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৭৩ রানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাট করে ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরির (১১৫) সঙ্গে সৈকত আলীর ৪৩ ও ফজলে মাহমুদের ৪২ রানের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান করে শেখ জামাল। রান তাড়ায় ভালো শুরু এনে দেন ওপেনার তামিম ইকবাল। তবে বাকিরা ইনিংস বড় করতে পারেননি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৭৩ রানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাট করে ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরির (১১৫) সঙ্গে সৈকত আলীর ৪৩ ও ফজলে মাহমুদের ৪২ রানের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান করে শেখ জামাল। রান তাড়ায় ভালো শুরু এনে দেন ওপেনার তামিম ইকবাল। তবে বাকিরা ইনিংস বড় করতে পারেননি।
লিগে পঞ্চম ফিফটি করা তামিম ফেরেন ৬৯ রানে। ২১৯ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেখ জামাল। বিকেএসপিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মোহামেডান ৯ উইকেটে জেতায় চারে নেমে গেছে প্রাইম ব্যাংক।