সমন্বয় হয়েছে সিএসইর শরীয়াহ সূচক
সাদাকালো নিউজ
তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। এতে সিএসই শরিয়াহ সূচকে যুক্ত হয়েছে নতুন ২টি কোম্পানি। আর ওই সূচক থেকে বাদ পড়েছে আগের ৩টি কেম্পানি।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমন্বয়ের পর সিএসই’র শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১৩১টি। আগামী ২২ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সিএসই শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি এবং রবি আক্সিয়াটা। আর সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, শুরিদ ইন্ডাস্ট্রিজ এবং সিঙ্গার বাংলাদেশ।