যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল থেকে সরে আসতে পারে বাংলাদেশ: ক্লুগম্যান
সাদাকালো নিউজ

চীনের সঙ্গে সম্পর্কের খাতিরে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল থেকে সরে আসতে পারে বাংলাদেশ। এমনটাই মনে করছেন ওয়াশিংটন ভিত্তিক থিংকট্যাঙ্ক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল ক্লুগম্যান।
গত মাসের ৩০ তারিখ ফরেন পলিসিতে তিনি এ নিয়ে একটি প্রবন্ধও প্রকাশ করেন। যেখানে আরো বলা হয়, ২০২৪ সালের জানুয়ারিতে নির্ধারিত বাংলাদেশের পরবর্তী নির্বাচন যদি অবাধ এবং অন্যায্য বলে বিবেচিত হয় তাহলে পশ্চিমা দেশগুলো ঢাকার সঙ্গে সম্পর্ককে পিছিয়ে দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার অংশীদারদের দ্বারা অনুসৃত চীনকে মোকাবিলাকারি ইন্দো-প্যাসিফিক কৌশলের সম্পূর্ণ গ্রহণের কাছাকাছি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে।
একই সঙ্গে প্রতিবেদনে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক কৌশলকে গ্রহণ করার পথে এগুলে চীনকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে বলা হয়, ঢাকার নিজস্ব খসড়া ইন্দো-প্যাসিফিক আউটলুকে বলা হয়েছে যে দেশটি সংঘাত এড়াতে চায় এবং এর কৌশলে কোনো নিরাপত্তাগত দিক নেই।
পর্যবেক্ষকরা বলছেন যে তেমন কিছু যদি হয় তবে সেটিকে ‘নীতি’ বা ‘কৌশল’ না বলে একটি ‘দৃষ্টিভঙ্গি’ বলা যেতে পারে।
প্রতিবেদনে বলা হয় যে, চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় নেশনস অ্যাসোসিয়েশনের এমন অনেক দেশ নিজস্ব ইন্দো-প্যাসিফিক কৌশল বেছে নিয়েছে। ঢাকাও ইঙ্গিত দেয়নি যে দেশটি কোয়াডে যোগ দেবে। তবে চীনকে এ বিষয়ে উদ্বিগ্ন বলে মনে হচ্ছে।
গত সপ্তাহে, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াশিংটনের বিরুদ্ধে ঢাকাকে মার্কিন শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করার অভিযোগ তোলেন।