বিষণ্নতায় বিশ্বে ৭ম অবস্থানে বাংলাদেশ
সাদাকালো নিউজ
রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষণ্নতা-বিমর্ষতার দিক বিবেচনায় বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। গ্লোভাল ইমুশন ২০২২ রিপোটের টেবিল তালিকায় যেখানে বাংলাদেশের স্কোর ৪৫, সেখানে ৫৯ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
নতুন এক বৈশ্বিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ‘বৈশ্বিক আবেগ প্রতিবেদন ২০২২’ শিরোনামের এই সমীক্ষার ফল সম্প্রতি প্রকাশ হয়েছে।
সমীক্ষার সূচকে আফগানিস্তানের স্কোর ৫৯। আর সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশে সমীক্ষাটি পরিচালিত হয়। এতে মোট এক হাজার জন নাগরিক অংশ নেন।
জরিপটি ১২২ টি দেশের ১ লাখ ২৭ হাজার প্রাপ্ত বয়ষ্কদের উপর করা হয়। জরিপে দেখা যায়, ২০২০ সাল থেকে ২০২১ সাল মানুষদেরে জন্য আরো বেশী ধকলময়ী ছিল।
একজন মানুষ কোনো শারীরিক বা মানুষিক আঘাত, চিন্তা, রাগ বা অবসাদের উপর আছে কিনা সেইসব প্রশ্ন নিয়ে জরিপটি করা হয়েছে।
গ্যালআপের গ্লোভাল ম্যানেজিং পাটর্নার, জন কি্ফটন এই জরিপটি করেছিলেন। তার মতে, বিশ্বে মুদ্রাস্ফীতি, যুদ্ধসহ মাানুষ তার জীবনকালে একবার করে বিশ্ব মহামারির স্বীকার হচ্ছেই।
জরিপে তিনি বলেন, এই কয়েকটি পুরো বিশ্বকে আরো খারাপ অবস্থানে নিয়ে গেলেও, এইসব সংবাদ শিরোনাম হওয়ার আগে থেকেই বৈশ্বিক অশান্তির শুরু হয়েছিল।