বিয়েটা সত্যি, ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান
সাদাকালো নিউজ
সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লেখেন, আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী। সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।
স্ত্রীর ছবি প্রকাশ করলেও নাম, পরিচয়—কিছুই জানাননি সালমান। এরপর থেকেই তার বিয়ে নিয়ে উঠে প্রশ্ন। অনেকে ধারণা করেন, এটি হয়তো নতুন কোনও মজার কনটেন্ট। তবে বিষয়টি সত্যি বলে মন্তব্য শেয়ার করেছেন সালমান মুক্তাদির। পেজের স্টোরিতে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি। বাড়ির পাশের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা খুবি ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সহজ রাখতে চেয়েছি।
তিনি আরও জানান, এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি। এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা মানুষের সুখের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে না। সময় দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবশেষে তিনি লিখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।
এর আগে ফেসবুকে বিয়ের ঘোষণা দেয়া মাত্র তা নেটদুনিয়ায় ছড়িয়ে পরে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পোস্টটি ৩১ হাজার বার শেয়ার হয়েছে। ৭৮ হাজার মন্তব্য জমা পড়েছে ও লাইক পড়েছে ৩ লাখ ৪১ হাজার। সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই।
সালমান মুক্তাদির যাকে বিয়ে করেছেন তার নাম দিশা ইসলাম। সালমান তার দ্বিতীয় স্বামী। ২০১১ সালে প্রথম বিয়ে করেন দিশা। এর পরের বছরেই দিশার ঘরে আসে সন্তান। ২০১৮ সাল পর্যন্ত প্রথম স্বামীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিলো দিশার। ২০২১ সালে দ্বিতীয় সন্তানের মা হন দিশা।
২০২১ সালের মার্চে ফেসবুকে প্রকাশ করা এক ছবিতে অন্তঃস্বত্ত্বা অবস্থায় দেখা যায় দিশাকে। সেই ছবিতে সন্তানসহ তার স্বামীও উপস্থিত ছিলেন। একটা সময় কানাডার ওন্টারিওতে পরিবারের সঙ্গে থাকতেন দিশা। ২০২৩ সালের এপ্রিলে সালমানের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে দিশা তার ফেসবুকের মাধ্যমে সালমানকে বন্ধু হিসেবে জানিয়েছিলেন।
সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি।
অনেকে বলে থাকেন, সালমানের নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।