পহেলা বৈশাখে আকাশ পথেও নিরাপত্তা দেবে র্যাব
সাদাকালো নিউজ
এবারের পহেলা বৈশাখের আয়োজন নির্বিঘ্নে উদযাপন করতে আকাশ পথেও নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছে র্যাব। বুধবার দুপুরে রমনা বটমূলে নবর্বষ উদযাপনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
র্যাব মহাপরিচালক বলেন, আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো। আকাশ পথে হেলিকপ্টারে করে সম্ভাব্য সব স্থানে টহল দেয়া হবে এবং নজরদারি করা হবে।
তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সব সময় প্রস্তুত আছে। মোটরসাইকেল টহল থাকবে। সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড থাকবে। একই সঙ্গে থাকবে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। একই সঙ্গে রমনা পার্কের লেকে থাকবে নৌবাহিনীর টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আবদুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমাদের নিরাপত্তা যথেষ্ট। আমাদের সদস্যরা কাজ করছে। যেকোনও জায়গা থেকে যখনই কোনও তথ্য আসবে, আমরা দ্রুত ব্যবস্থা নেব।
একইসঙ্গে নারীদের হেনস্থা ঠেকাতে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে এলিট ফোর্সটি। নিরাপত্তা নিশ্চিতে পরিচালনা করা হতে পারে ভ্রাম্যমাণ আদালতও। এছাড়াও ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও সার্বক্ষনিক নজরদারি রাখা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ডিজি বলেন, গত দুই বছর আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি। তবে এবার সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা বাহিনী দিয়ে সম্মিলিতভাবে কাজ করছে।