জীবন মেরে ফেলা কারোরই কাঙ্ক্ষিত নয়: বিজিবি মহাপরিচালক
সাদাকালো নিউজ
কোনো একটা জীবন মেরে ফেলুক, এটা কারোরই কাঙ্ক্ষিত না। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
বুধবার (১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিজিবিপ্রধান বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কসবায় যান।
বিজিবি মহাপরিচালক বলেন, সবাই চায় সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়। ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সে আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করেছি।
তিনি আরও জানান, এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি।