কারাগারেই যেতে হলো হাজী সেলিমকে
তানজিলা ফাহিম
ঢাকা সাত আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের জামিন আবেদন খারিজ হয়ে গেছে। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে বেলা তিনটার দিকে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন হাজী সেলিম। বেলা তিনটা ২০ মিনিটে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। পরে আদালত হাজী সেলিমের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন হাজী সেলিম। তাঁর বাবার নাম চাঁন মিয়া সরদার মা সালেহা বেগম। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত তিনি। জাতীয় সংসদে তিন মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য তিনি।
হাজী সেলিম এখন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য। এই আইনী ঝামেলায় ১৩ বছর আগে মাস খানেক শ্রীঘরেও থাকতে হয়েছিলো তাঁকে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনে বের হন তিনি।
এক যুগ আগে বেশ কিছু অনিয়মের কারণে হাজি সেলিমের ১৩ বছরের দণ্ড হয়েছিলো। দণ্ড হয়েছিলো তাঁর স্ত্রীরও। পরে তাঁরা আপিল করলে ২০১১ সালে আদালত ওই দণ্ড বাতিল করে। পরে দুদক আবার উচ্চ আদালতে আপিল করে।
এ আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ই মার্চ হাইকোর্ট রায় দেন। তাতে তাঁর ১০ বছরের সাজা বহাল রাখা হয়