
কাউন্সিলরশিপ পেল নারী ফুটবলের শীর্ষ চার ক্লাব
এ বছরের মে মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এবারের নারী লিগের শীর্ষ চারটি ক্লাবকে কাউন্সিলরশিপ দিতে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। বাফুফের বার্ষিক সাধারণ সভায় আজ তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
যদিও সাধারণ সভায় উপস্থিত হওয়া অনেক প্রতিনিধিই এর বিপক্ষে ছিলেন তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে ‘হ্যাঁ’ বেশি থাকায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দল চারটি হলো; লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাব, রানার্স আপ আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং এবং তৃতীয় ও চতুর্থ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও সদ্যপুস্করণী যুব স্পোর্টিং ক্লাব। বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আসছে অক্টোবরে। এরপরই হবে নির্বাচন। বার্ষিক সাধারণ সভায় অনুমোদন মেলায় আসছে নির্বাচনে ভোটাধিকার পাবে এই ক্লাবগুলো।
সাধারণ সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন,’এখানে একটা সিদ্ধান্ত নতুন হয়েছে যে, মেয়েদের চারটি কাউন্সিলরশিপ পাশ হয়েছে, সেটা বাফুফের মহিলা কমিটির একটা চাওয়া ছিল। যদিও তারা চেয়েছিল অনেকগুলো কিন্তু চারটি পাশ হয়েছে।’
বছর দুয়েক আগে বাফুফে জানিয়েছিল যে, ফিফা থেকে নির্দেশ এসেছে নির্বাহী কমিটির আকার ও কাউন্সিলর কমাতে। বাফুফে গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটিও করেছিল। কিন্তু বাফুফেই এবার কাউন্সিলর বাড়াল।
এ ব্যাপারে কাজী সালাউদ্দিন বলেছেন,’ফিফা যখন নির্দেশনা দিয়েছিল তখন আমরা বলেছিলাম, যা করার তা ফিফাকেই করতে হবে। কারণ আমরা কমাতেও পারব না, বাড়াবোও না। আমাদের কমাতে বা বাড়াতে সাধারণ সভা লাগবে। তাই আমরা আলোচনা চালিয়ে গিয়েছিলাম। এরপর তারা তখন বলল যে, এটা স্থগিত রাখো আমরা পরে তোমাদের সাথে এ নিয়ে বসব। এখন আমরা এটা ফিফাকে জানাব।’
সাধারণ সভায় ২০২৪ সালের বাজেটে ঘাটতি রেখে পাশ করা হয়েছে। চলতি বছরের জন্য ৫৩ কোটি ৫৯ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে। ঘাটতি আছে প্রায় ২২ কোটি ২০ লাখ টাকা। বিভিন্ন খাত থেকে বাফুফের সম্ভাব্য আয় হতে পারে ৩১ কোটি ৪৯ লাখ টাকা।
বাকি টাকা কীভাবে আসবে সেই প্রশ্নের উত্তরে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি জানিয়েছেন,’এই ঘাটতি পূরণের জন্য আমরা সবাই কাজী সালাউদ্দিনসহ পৃষ্ঠপোষক, স্পন্সরের সাথে কথা বলছি সেখান থেকে কিছু করব। এছাড়াও আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আর্থিক সহযোগিতা চেয়ে আমরা চিঠি দিয়েছি। আমি মনে করি আমাদের যে ঘাটতি বাজেট আছে সেটা পূরণ হয়ে যাবে।’