ওমান গেলেন শাকিব খান
সাদাকালো নিউজ
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ নয় মাস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গেল বছরের ১৭ই আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। দেশে ফিরেই সংবাদমাধ্যমে বলেছিলেন, এবার চমক নিয়ে আসবেন। এরপর সিনেমা নয়, তার ব্যক্তিগত জীবনের চমক জাগানো খবর প্রকাশ্যে আসে।
জানা গেছে, ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ শেষ করলেও নতুন কোন সিনেমার শুট শুরু করেননি শাকিব খান। তবে ঘোষণা দিয়েছিলেন একাধিক সিনেমার। সেই ঘোষণা ঘোষণাতেই রয়ে গেছে।
সম্প্রতি শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। গেল ১৩ই ফেব্রুয়ারি রাজধানীর আফতাবনগরে ‘আগুন’ সিনেমার অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। এরপর থেকেই ছিলেন বিশ্রামে। অবশ্য এখন তিনি পুরোপুরি সুস্থ।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে চৌঠা মার্চ ঢাকা ছেড়েছেন শাকিব খান। এদিন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাতে মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন শাকিব।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল এই সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতেই শাকিবের ওমান সফর। পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও থাকছেন সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তি শিল্পীরা।
জানা গেছে, প্রায় ২০ হাজার দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে।
বাংলাদেশের পক্ষ থেকে নায়ক হিসেবে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। আর ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলি খান, আলাদা আলাদা দিনে মাসকট বিটস-এ অংশ নেবেন।
এর আগে ২০২১ সালের ১২ই নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। দেশে ফিরেছিলেন নয় মাস পর ২০২২ সালের ১৭ আগস্ট। সেদিন অনুরাগীরা বিমানবন্দরে তাকে জানিয়েছিলেন রাজকীয় সংবর্ধনা।
সে সময় শাকিব জানিয়েছিলেন, সুখবর দেবেন ভক্তদের। কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। একাধিক ছবির ঘোষণা দিলেও কোনোটারই ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি। এর মধ্যেই তিনি উড়ে গেলেন ওমানে।