এবার ওয়ার্নারকে হারাল অস্ট্রেলিয়া
সাদাকালো নিউজ
একের পর এক ধাক্কা টিম অস্ট্রেলিয়ার। ক্যাপ্টেন প্যাট কামিন্স দেশে ফিরে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন জোশ হ্যাজেলউডকে। শোন যাচ্ছে বিমানে উঠছেন ওয়ার্নার সহ আরও তিন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার ভারত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারাল ৬ উইকেটে।
অজিরা ব্যাক-টু-ব্যাক হারের ধাক্কা কাটাতে না কাটাতেই, অস্ট্রেলিয়া শিবিরে পরপর বড় খবর। এবার অধিনায়ক কামিন্স ফিরে গেলেন দেশে। পরিবারের কোনও সদস্য গুরুতর অসুস্থ হওয়ার জন্যই কামিন্স ফিরলেন দেশে। তবে তিনি ঠিক সময়ে ফিরে এসে ইন্দোর ও আহমেদাবাদে বাকি দুই টেস্ট খেলবেন। অন্যদিকে অজি তারকা পেসার জোশ হ্যাজেলউড চোট নিয়েই ভারতে এসেছিলেন।