ইউক্রেনের ৩০০ নাগরিককে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য
সাদাকালো নিউজ
রুশ সামরিক হামলায় ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ দেশছাড়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেশী পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণের চেষ্টা করছে তারা। তবে কিছু কিছু দেশ শরণার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছিলেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’ কিন্তু কারা প্রবেশ করার চেষ্টা করছে, তাদের যাচাই বাছাই করে দেখতে চায়।
বহু শরণার্থী ফ্রান্সের ক্যালে দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনিয়ান এই সীমান্তে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হয়নি।
রুশ হামলা আরও দীর্ঘায়িত হলে শরণার্থী সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।
এদিকে গত মঙ্গলবার বেসামরিক নাগরিক নিহতের শঙ্কায় ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া।