২ বছরের চুক্তিতে আল হিলালে নেইমার!
সাদাকালো নিউজ
শেষ হতে চললো সকল জল্পনা-কল্পনা। ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি ছেড়ে নাকি দুই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সম্প্রতি এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যম ইকুইপে। পিএসজিও নাকি নেইমারকে ছাড়তে রাজি হয়েছে।
ফরাসি এই পত্রিকাটির ভাষ্যমতে, পারিশ্রমিক হিসেবে প্রতি বছরে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা) পাবেন নেইমার।
ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে পাড়ি জমানোর পর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিতে চেয়েছিলো আল হিলাল। কিন্তু বনিবনা না হওয়ায় সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে দলে ভেড়ানো হয়নি। তবে এবার ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে ঠিকই টান দিয়েছে সৌদি প্রো লিগের এই ক্লাবটি।
এদিকে গত মাসে নেইমারের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছির আল হিলাল। যদিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। মার্চের শুরুতে ডান পায়ের গোঁড়ালির অস্ত্রোপচার করানো নেইমার পিএসজিতে ফিরেছেন ক্লাবটির মৌসুম পুর্ব এশিয়া সফরের সময়।
বারবার ইনজুরিতে পড়ে পিএসজিতে ভালো সময় কাটাতে পারেননি নেইমার। যদিও ক্লাবটিকে ২০২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছিলেন ব্রাজিলীয় সুপারস্টার। তারপরও দলের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে সাইডলাইনেই পড়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ঐতিহ্যগত ভাবেই সৌদি আরবের শীর্ষ ক্লাব আল- হিলাল। যারা এ পর্যন্ত চারবার জয় করেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
