প্রথমবার সেরা দশে নাসুম আহমেদ
সাদাকালো নিউজ
সম্প্রতি অনুষ্টিত হয়েছে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ। সেই সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছিলেন তিনি।
সপ্তাহ ঘুরতে আবারও সুখবর পেলেন নাসুম আহমেদ। সদ্য প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের বিভাগে দশম স্থান দখল করেছেন বাঁহাতি এই স্পিনার। আইসিসি র্যাঙ্কিংয়ে নাসুমের ক্যারিয়ার সেরা অবস্থান এটি।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালানাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে বাংলাদেশ-আফগান সিরিজের সাথে বিবেচনায় আনা হয়েছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ও পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টও।
সেই র্যাঙ্কিংয়েই জানা গেছে, টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন নাসুম। গেল সপ্তাহে আইসিসির র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ২৭।
এরপর আফগান সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন তিনি। আর এর সুবাদেই ১৭ ধাপ উন্নতি হয়েছে নাসুমের। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।
মন্তব্য করুন :
