ডোনাল্ডের সান্নিধ্যে উচ্ছ্বসিত পেসার শরীফুল
সাদাকালো নিউজ
দুই বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শরীফুল ইসলাম। তিনি এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে।
ইতিহাস গড়ার সেই দেশে দুই বছর পর গিয়ে দারুণ অনুভব করছেন তরুণ এই পেসার। একই সঙ্গে সদ্য নিযুক্ত পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সান্নিধ্য তাকে উচ্ছ্বসিত করেছে।
বিশ্বকাপ জয়ের পর দুই বছরের মধ্যেই জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শরীফুল।
দক্ষিণ আফ্রিকার উইকেট পেসারদের জন্য স্বর্গ বলে শরীফুল আরো আনন্দিত। তবে সতর্কও করেছেন এই পেসার তিনি মনে করেন, এখানের উইকেটে ঘাস আছে কিন্তু যদি বোলিং এ ডিসিপ্লিন না থাকে তাহলে এক্সট্রা রান চলে যাবে। তাই পরিকল্পনা মাফিক বল করতে হবে।
দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি অ্যালান ডোনাল্ড এখন শরীফুলদের বোলিং কোচ। কিংবদন্তি এই পেসারের সঙ্গে সকালের নাস্তার সময় কিংবদন্তি এই পেসারের সঙ্গে সাক্ষাৎ হয় শরীফুলের। ডোনাল্ড তাকে চিনতে পেরেছে এ নিয়ে বেশ উচ্ছসিত শরীফুল। একসাথে অনুশীলনেও সময় কাটিয়েছে তারা।
মন্তব্য করুন :
