‘আমরা অপেক্ষা করছি’, ভারতকে শোয়েবের স্পেশাল বার্তা
সাদাকালো নিউজ
আর কয়েক ঘণ্টা, তারপরই জানা যাবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ফাইনাল হচ্ছে কি না। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াই নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এখন অ্যাডিলেডে ইংল্যান্ডকে ভারত হারাতে পারলেই হয়। গোটা বিশ্বই যেন চাইছে, ভারত জিতুক এবং হোক হাইভোল্টেজ ফাইনাল। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার তো অধীর অপেক্ষায়।
বুধবার সিডনিতে ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের শতাধিক রানের জুটিতে দুর্দান্ত জয় পায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে রিজওয়ান বলেন, তার দলের খেলোয়াড়রা আশা করছেন ভারত জিতবে এবং ফাইনালে তাদের মুখোমুখি হবে। শোয়েবও এক ভিডিও পোস্টে ভারতকে বার্তা দিলেন।
টুইটার অ্যাকাউন্টে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘হিন্দুস্তান, আমরা মেলবোর্নে পৌঁছেছি। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমাদের শুভকামনা জানাই যেন ইংল্যান্ডকে হারিয়ে মেলবোর্নে আসতে পারো। এটা ছিল মেলবোর্ন, যেখানে আমরা ১৯৯২ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিলাম। এখন সাল ২০২২। সাল ভিন্ন কিন্তু সংখ্যা একই। আমি চাই ভারত-পাকিস্তান ফাইনাল। চলো আরেকবার খেলি। আমাদের একটা ম্যাচ দরকার। পুরো বিশ্ব এক দমে অপেক্ষা করছে।’
