
বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তানের জানা অজানা নানা তথ্য
সাদাকালো নিউজ
কাজাখস্তান । মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ২৭ লাখ ২৪ হাজার ৯০০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ২ কোটি মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ৯ম বৃহত্তম দেশ।
১৮৭০ থেকে ১৮৭৬ সালের মধ্যে রাশিয়া, কাজাখস্তান দখল করে নেয়। অতঃপর দেশটি জারের অধীনে ছিল ১৯১৭ সাল পর্যন্ত। পরবর্তীতে দীর্ঘ ৭৪ বছর সোভিয়ত ইউনিয়নের অধীনে থাকার পর ১৯৯১ সালে ১৬ ডিসেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে।
সোভিয়েত শাসনের সময় ঐতিহ্যবাহী মুসলিম দেশটির ধর্মীয় কার্যক্রমের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে এবং হাজার হাজার মসজিদ-মাদরাসা বন্ধ করে দেওয়া হয়।
বিশুদ্ধ কোরআনচর্চার জন্য কাজাখস্তানের প্রসিদ্ধি রয়েছে। জানা গেছে, সোভিয়েত ইউনিয়নের শাসনকালে যখন দীর্ঘকাল কোরআনের কপি ঘরে রাখা অপরাধ ছিল, তখন আলেমরা তাঁদের জান-মাল বিসর্জন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের এবং নতুন প্রজন্মকে ঘরে ঘরে গিয়ে গোপনে মাটির নিচে কোরআন শেখাতেন।
শুধু তেলাওয়াতই নয়, আরবি ভাষা, ধর্মীয় জ্ঞান-বিজ্ঞান সবকিছুর তারা শিক্ষা প্রদান করতেন। বস্তুত সে সময়ে তাদের ত্যাগ-তিতিক্ষার বদৌলতে কাজাখস্তান স্বাধীনতা লাভের পর দ্বীনি শিক্ষার লোকের অভাব দেখা দেয়নি। আর তাদের হাতেগড়া তরুণরাই আজকের কাজাখস্তানে ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
এছাড়াও কাজাখস্তানে নারীদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন ঐতিহ্যের অংশ। কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কেন্দ্রীয় মসজিদের সহযোগিতায় আলমাতি ও পাভলদার শহরে প্রতিবছর এ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।