স্ত্রীকে মেরে নিরুদ্দেশ ক্রিকেটার আল আমিন, খুঁজছে পুলিশ !
স্ত্রীর দায়ের করা অভিযোগে বেশ বাজে ভাবেই ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার আল আমিন হোসেন। ভুক্তভোগী ইসরাত জাহান এই ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক ও গায়ে হাত তোলায় ভিন্ন দুটি ধারায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
মিরপুর মডেল থানায় দায়ের করা এই অভিযোগের তদন্তভার দেয়া হয়েছে সাব-ইন্সপেক্টর সোহেল রানাকে। এই কর্মকর্তা ইতোমধ্যে আলআমিনকে ধরার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি নিজেই। জানা গেছে, আল আমিন হোসেনের স্ত্রীর লিখিত অভিযোগের পরে সেটি নথিভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
সাব-ইন্সপেক্টর সোহেল রানা জানান, জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনকে থানায় ডাকা হতে পারে। এমনকি তাঁকে ধরতেও পারে পুলিশ। তবে ক্রিকেটারের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাঁকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সে যেই হোক না কেন আইন সবার জন্য সমান।
গায়ে হাত তোলার পাশাপাশি আল আমিনের বিরুদ্ধে অভিযোগ যৌতুক দাবি করার। স্ত্রী ইসরাত জাহানের কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন এই ক্রিকেটার। সেই টাকা দিতে রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়ে আসছেন ভুক্তভোগী।
অভিযোগ দায়েরের পর থেকে নিরুদ্দেশ আল আমিন হোসেন। ভুক্তভোগী ও তাঁর পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর বাড়ি কুমিল্লাতে। সেখানেই গা ঢাকা দিয়েছেন তিনি। তাঁরা বলছেন, গতকাল সন্ধ্যার পর একবার বাসায় এসেছিলেন আল আমিন। এসেই কিছুটা উগ্রতা দেখান। এরপর বাসা থেকে বেরিয়ে যান। তারপড় থেকেই তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই।
এদিকে আল আমিনকে বিচারের আওতায় আনার জন্য আজ শনিবার বিকেল চারটায় মিরপুরে মানববন্ধন করবে ভুক্তভোগী ও তাঁর পরিবার। আর দোষ প্রমাণিত হলে ক্রিকেট ক্যারিয়ারি ঝুঁকিতে পড়ে যাবে জাতীয় দলের এই খেলোয়ারের।
সাদাকালো নিউজ