জাবি-রাবির পর এবার এশিয়া প্যাসিফিক
রাকিবুল ইসলাম
ডিপ্রেশনে ভুগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দুনিয়া ছেড়ে চলে যাওয়া যেন বেড়েই চলছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনজন শিক্ষার্থীর দেহ উদ্ধার করা হলো। অমিত কুমার বিশ্বাস ও সাদিয়া তাবাসুমের পর এবার সেই তালিকায় যুক্ত হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমাম হোসেনের নাম।
জানা গেছে, ২৩ বছর বয়সী ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পূর্ব রাজাবাজার এলাকার একটি মেসে থাকতেন তিনি। ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। তাঁর বাবার নাম আক্তার হোসেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিলো।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর গ্রীনরোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ৯ তলা ভবনের ৭ তলা থেকে লাফিয়ে পড়েন ইমাম হোসেন। পরে সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জানান তিনি আর নেই।
তবে ঠিক কি কারণে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ কি তাঁকে শেষ করে দিয়েছে, নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি পুলিশও। তাঁরা বলছেন, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।