দৌলতদিয়ায় ধরা পড়েছে ২০ কেজির কাতল
সাদাকালো নিউজ
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।
আজ সকাল ৯টার দিকে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান ও মৎস্য আড়তের সম্রাট শাহজাহান শেখ নিলামে প্রতি কেজি ১ হাজার ৩শ টাকা দরে মোট ২৬ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, আমি মাছটি ২৬ হাজার টাকা দিয়ে কিনেছি। পরে মোবাইল ফোনে ঢাকার ব্যবসায়িদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করি।
নদী থেকে কাতলটি দৌলতদিয়া ফেরিঘাটে আনলে মাছটি দেখতে অনেকে ভিড় জমায়।