চেনা রূপে ফিরেছে ঈদ উদযাপন

সাদাকালো নিউজ
মহামারি করোনার বিপত্তি কাটিয়ে দুই বছর পর দেশে চেনা রূপে ফিরেছে ঈদ উদযাপন। এবার কোনো বিধিনিষেধ না থাকায় ঈদগাহ ময়দান ও মসজিদে হয়েছে ঈদের জামাত। এতে বিপুল মানুষের অংশগ্রহণ দেখা গেছে। নামাজ শেষে কোলাকুলি এবং কুশল বিনিময়ের মাধ্যমে মুসলামানদের ঈদ উদযাপন শুরু হয়েছে। যদিও সকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিঘ্ন হয়েছে ঈদের জামাত।
বিগত বছরগুলোতে করোনা মহামারির কারণে ছিলো নানারকম বিধিনিষেধ। জনসমাগম না করা, দূরত্ব বজায় রাখা, করমর্দন-কোলাকুলি থেকে বিরত থাকা ও মাস্ক পরিধানসহ ছিলো নানান স্বাস্থ্যগত নির্দেশনা। যার ফলে ঈদ উদযাপন ছিলো অনেকটাই মলিন।
তবে এ বছর করোনার প্রকোপ কমে যাওয়ায় ছিলো না কোনো বিধিনিষেধ। মানুষ স্বতস্ফূর্তভাবে পালন করেছে ঈদ। নামাজ শেষে সবাই মেতে উঠেন কুশল বিনিময়া এবং কোলাকুলিতে। ঈদ উদযাপনে বাধা না থাকায় খুশি সবাই।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাগে বিপুল মানুষের অংশগ্রহণে এবার ঈদের জামাত হয়েছে। ঈদগাহে জায়গার সংকুলান না হওয়ায় অনেক মানুষকে রাস্তায় সারি বেঁধে নামাজে দাঁড়াতে দেখা গেছে।
শুধু এখানেই নয়, সারাদেশের মসজিদ ও ঈদগাহে মুসুল্লিরা নামাজ পড়েছেন। মসজিদ ও ঈদগাহগুলোতে শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করলেন। নামাজ শেষে একই সঙ্গে শোনা হলো খুতবা। এরপর দোয়া ও মঙ্গল কামনায় মুনাজাত শেষে বুকে বুক মিলিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই।