সেই চাদর পরে জায়েদের নামাজ ভাইরাল!
নাফিজা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ভোট গণনার সময় তার নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
শুক্রবার সকাল সোয়া ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল সোয়া ৫টায়। এরপর শুরু হয় ভোট গণনা। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিলো না। অবশেষে ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পরীজাদা হারুন।
এর আগে, ভোট গণনা চলাকালীন এফডিসিতে শিল্পী সমিতির ভবনের দরজার সামনেই চেয়ারে বসে ফজরের নামাজ আদায় করেন জায়েদ খান। সেই নামাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, একটি চেয়ারে বসে গায়ে সেই নীল চাদর মুড়িয়ে নামাজ আদায় করছেন জায়েদ। যে চাদরের কারণে গুরুতর অভিযোগ করেছিলেন নিপুণ।
নিপুণের অভিযোগ ছিল, চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন জায়েদ খান। নির্বাচন কমিশনে এ নিয়ে কয়েকবার অভিযোগও করেন নিপুণ। তবে অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছিলেন, এটা কোনো ইউপি নির্বাচন নয় যে টাকা দিয়ে ভোট কিনতে হবে।
হ্যাটট্রিক জয় করা জায়েদ খান এবার আগের দুইবারের সভাপতি মিশা সওদাগারকে সঙ্গী হিসেবে পাচ্ছেন না। সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিপক্ষের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হলেও একসঙ্গে মিলেমিশে কাজ করবেন বলে জানিয়েছেন আলোচিত এই নায়ক।
প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী নিপুণ আক্তারকে শুভ কামনা জানিয়ে জায়েদ খান বলেন, ‘নারী অভিনেত্রী হিসেবে প্রথমেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিদ্বন্দ্বিতা বলবো না প্রতিযোগীতা। তিনি প্রতিযোগীতা করেছেন, বিরোধী পক্ষ হয়েছেন বলেই তো নির্বাচন হয়েছে। তিনি শিল্পীদের নিয়ে কাজ করতে চেয়েছেন। আমরাও শিল্পীদের জন্য কাজ করবো। আশা করি, সব সময় আমরা তাকে পাশে পাবো।’