
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিহতদের স্মরণে এই শোক ঘোষণা করা হয়। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ-সংঘর্ষে বেশিরভাগ মৃত্যু হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের। বিভিন্ন হাসপাতাল, নিহতদের স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে সংঘর্ষ-সংঘাতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: যারা রাষ্ট্রের স্থাপনা ধ্বংস করেছে, তারা দেশের শত্রু : আমু
এর মধ্যে বয়স, পেশা, আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহতের বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ।