করোনার কারণেই কী চলে যেতে হলো মেধাবী ছাত্রী রোদেলাকে?
সাদাকালো নিউজ ডেস্ক
সুবর্ণা ইসলাম রোদেলা। বয়স ১৪। মানিকগঞ্জ শহরের বেউছা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে। শহরের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ‘ক’ শাখায় রোদেলার রোল এক। ১৫ই সেপ্টেম্বরও স্কুলে যান। বন্ধুদের সাথে দিয়েছেন আড্ডা। ক্লাস করেছেন মনোযোগ দিয়ে। কিন্তু সে সবই আজ স্মৃতি। করোনা উপসর্গ নিয়ে এই স্কুলছাত্রী মারা গেছেন। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা নেয়ার পথে না ফেরার দেশে চলে যান রোদেলা।
উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, সবশেষ যেদিন রোদেলা স্কুলে আসেন, সেদিন তার কোন অসুস্থতা ছিল না। মেয়েটি মেধাবী। তার মৃত্যুতে বিদ্যালয়ের সবাই শোকাহত।
জেলা করোনা প্রতিরোধ কমিটি ও বিদ্যালয় সূত্র বলছে, অসুস্থ থাকায় ১৫ সেপ্টেম্বরের পর আর বিদ্যালয়ে যান নি রোদেলা। তিন দিন তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও খাওয়ানো হয় তাকে। শনিবার দুপুরের পর থেকে তার শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যথা বাড়ে। তাকে নেয়া হয় জেলা সদরের মুন্নু জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা নেয়ার পথে মারা যায় রোদেলা। তবে, তার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।
মুন্নু জেনারেল হাসপাতালের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সিটি স্ক্যান পরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। রক্তে অক্সিজেনের মাত্রাও খুব কম ছিল। সংকটাপন্ন অবস্থা হওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।
এদিকে, জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী এ কে এম রাসেল জানান, ওই ছাত্রীর করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে, রাত থেকেই বিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক হাসপাতালে কল করেন। সন্তানদের করোনার নমুনা পরীক্ষার জন্য বলছেন তাঁরা।
বিদ্যালয় সূত্র বলছে, দশম শ্রেণির এক ছাত্রীও করোনায় আক্রান্ত। এ কারণে শনিবার থেকে ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়। এরপর একই শ্রেণির ৫৮ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়। তবে কেউই পজিটিভ নন। ফলে আজ বৃহস্পতিবার থেকে ওই শ্রেণির পাঠদান চালু হয়েছে।
এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ জানান, করোনার উপসর্গ নিয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রাতেই লাশ দাফন করা হয়েছে। তবে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।