আমরা সবাই একসঙ্গে হলে জয়ী হব : শুভ
সাদাকালো নিউজ

হলিউডের পর বলিউডেও এখন নির্মিত হচ্ছে ‘স্পাই ইউনিভার্স’। আর শাহরুখের ‘পাঠান’ ছবির হাত ধরে যাত্রা শুরু করেছে এটি। যেখানে শাহরুখ-সালমানকে একসঙ্গে পর্দায় দেখে ব্যাপক উচ্ছাসিত হয়েছেন সিনেমাপ্রেমীরাও।
তবে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতারা একে অন্যের ছবিতে কাজ করবেন কিনা, বা দেশীয় চলচ্চিত্রে ইউনিভার্স তৈরি হলে কেমন হবে? এক সাক্ষাৎকারে জানতে চাইলে আরিফিন শুভ জানান একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে।
তিনি বলেন, ২০১৬ সালে ‘আয়নাবাজি’ মুক্তি পেয়েছিল। সে সময় হঠাৎ অমিতাভ রেজা আমাকে বললেন, একটি দৃশ্য আছে, করে দিয়ে যা। তবে মুক্তির আগে কাউকে জানানো যাবে না বলে শর্ত জুড়ে দিলেন তিনি। আমি বললাম, ঠিক আছে।
আমার সঙ্গে তখন কিন্তু কোনো সাইনিংও হয়নি। আমি গেরিলা স্টাইলে পুরান ঢাকায় গিয়ে সারা দিন শুটিং করে দৃশ্যটি শেষ করলাম। ছবিটি মুক্তি পাওয়ার পর সবাই জানতে পারল, আয়নাবাজির একটি দৃশ্যে আরিফিন শুভ আছে।
এই নায়ক আরও বলেন, আমি মনে করি, অভিনেতাদের একে অন্যের ছবিতে একসঙ্গে কাজ করার প্রয়োজন আছে। কিন্তু আমাদের দেশে কয়জন আছেন এই বিষয়টা বোঝার মত, সেটাও একটা প্রশ্ন। কারণ, কথায় আছে- দশের লাঠি একের বোঝা। আমরা সবাই একসঙ্গে হলে জয়ী হব, আলাদা আলাদা হলে হারিয়ে যাব। তবে অবশ্যই সেটা হওয়া উচিত।