মেসিকে পিএসজিতে আনার সিদ্ধান্ত ভুল ছিল
সাদাকালো নিউজ
মেসিকে বার্সেলোনা থেকে পিএসজিতে নিয়ে আসা ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন রোথেন, ‘যদিও সে বলে, তার জীবন উন্নত হয়েছে। তবে মাঠে সেটা দেখতে পাবেন না। এটা দেখা যায় না। লিলের বিপক্ষে শেষ মুহূর্তে ফ্রি–কিকটা বাদ দিলে মাঠে আর কোনো পরিপূর্ণতা নেই। লুইস ক্যাম্পোসকে দায়িত্ব নিতে হবে, তিনি স্বীকার করুন যে লিওনেল মেসির আগমন ভালো ব্যাপার ছিল না। এটা (চুক্তি) ব্যর্থ হয়েছে।