পিএসজিকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে বায়ার্ন
সাদাকালো নিউজ
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বায়ার্নের পক্ষে একমাত্র গোলটি করেন কিংসলে কোমেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বায়ার্নের মুখোমুখি হয় পিএসজি। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল ইউলিয়ান নাগেলসমানের দল।
ম্যাচের শুরু থেকেই বায়ার্ন আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলমুখ ঠেকিয়ে রাখে মেসিরা। তবে বিরতির অষ্টম মিনিটে (৫৩) ডেডলক ভাঙ্গেন কোমেন। বদলি খেলোয়াড় আলফান্সো ডেভিসের ক্রস থেকে ডি-বক্সে ফাঁকায় শট নেন বায়ার্নের এই খেলোয়াড়। বল গোলরক্ষক বরাবর থাকলেও ঠেকাতে পারেননি দোনারুমা। হাতে চুমু খেয়ে জালে জড়ায় বল।
গোল হজম করে সমতা ফেরাতে বায়ার্নকে চেপে ধরে পিএসজি। ম্যাচের ৭৩তম মিনিটে বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন এমবাপে। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সোমের। আলগা বলে সুযোগ এসেছিল নেইমারেরও। তার শট গোললাইন থেকে ঠেকান গোলরক্ষক। ৭৭তম মিনিটে কর্নার থেকে মার্কুইনহোসের দুর্বল শট সহজেই ধরে ফেলেন সোমের। পাঁচ মিনিট পর ৮২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় টমাস মুলার। কিন্তু তার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
পরের মিনিটে বল জালে পাঠিয়েছিলেন এমবাপে। কিন্তু সতীর্থ নুনো মেন্ডিস অফসাইডে থাকায় গোলের স্বীকৃতি মিলেনি। ৮৪তম মিনিটে মেসির শট গোললাইন থেকে ঠেকান পাভার্ড। এর দুই মিনিট পর ভিতিনহার শট দারুণ দক্ষতায় লুফে নেন সোমের। এরপরও বেশ কিছু সুযোগ ছিল তাদের। কিন্তু গোল মিলেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
ফিরতি লেগ আগামী ৮ মার্চ বায়ানের মাঠে অনুষ্ঠিত হবে। শেষ আট যেতে হলে ওই ম্যাচে ২-০ গোলে জিততে হবে পিএসজিকে।