কারা এই পুলিশ দম্পতি সুদীপ কুমার ও সুনন্দা রায় ? কেন একসঙ্গে বিপিএম-পিপিএম পদক পেলেন ?
সাদাকালো নিউজ
পুলিশ সুপার দম্পতি সুদীপ কুমার চক্রবর্তী ও সুনন্দা রায়। দুজনই বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। তারা দুজনেই দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।
সুদীপ কুমার চক্রবর্তী বর্তমানে বগুড়া পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। আর তার স্ত্রী সুনন্দা রায় পুলিশ হেডকোয়াটার্সে এআইজি হিসেবে কর্মরত। পরিবার সংসার সামলিয়ে দুজনেই বিরল কৃতিত্ব অর্জন করেছে। সফলভাবে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করায় দুজন একসাথে পেয়েছেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার।
এবারই প্রথম সুদীপ কুমার চক্রবর্তী পেয়েছেন পিপিএম সেবা পদক এবং সুনন্দা রায় পেয়েছেন বিপিএম সেবা পদক। এর আগে পুলিশে কর্মরত একাধিক দম্পতি পদক পেলেও তারা ভিন্ন ভিন্ন সময়ে পেয়েছেন। স্বামী-স্ত্রীর একসাথে এমন সফলতা অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন সচেতন মহল।
বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, দুজন একসঙ্গে পদক পেয়ে অনেক ভালো লাগছে। এটা আমাদের স্বামী-স্ত্রীর কর্মের স্বীকৃতি। এ জন্য আমরা অনুপ্রাণিত, উৎসাহিত। প্রধানমন্ত্রী, সিনিয়র কর্মকর্তাসহ যারা আমাদের বিবেচনা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকব। দুজন পুলিশে একসঙ্গে চাকরির সুবাদে পরিবারে অনেক কিছু স্যাকরিফাইজ করতে হয়। কিন্তু তারপরও আমরা আমাদের দায়িত্ব থেকে কখনো বিচ্যুত হইনি।
এসপি সুদীপ কুমার বলেন, সবসময় আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি। পারিবারিক বিষয় থেকে পেশাগত জীবনকে সবসময় প্রাধান্য দিয়েছি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি।
বগুড়ার পুলিশ সুপার বলেন, আমরা সবসময় মনে করি এটা একটা মাইলফলক, কাদের জন্য, যারা ওয়ার্কিং কাপল। অনেক কিছু দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে, যেখানেই দায়িত্ব দেয়া হোক না কেন নিজের লক্ষ্য স্থির করে সেদিকে ধাবিত হওয়ার জন্য এটা একটা উদাহরণ। অন্যান্য যারা ওয়ার্কিং কাপল আছে, তারাও নিশ্চয় তাদের দায়িত্ব পালনের মাধ্যমে নিজেরা সাফল্য অর্জন করবেন। দৃষ্টান্ত স্থাপন করবেন।
২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে বিপিএম ও ২৫ জনকে পিপিএম পদক দেয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মোকদ্দমার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৫ জনকে বিপিএম সেবা পদক ও ৫০ জনকে পিপিএম সেবা পদক দেয়া হয়।
তে’শরা ডিসেম্বর রাজধানীর পুলিশ লাইন্স মাঠে কুচকাওয়াজ প্রদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। ২০২২ সালে বাহিনীতে ভালো কাজের জন্য সর্বমোট ১১৭ জনকে বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়।