রোহিত, কোহলি, সূর্যের হাফ সেঞ্চুরিতে ভারতের ১৭৯
সাদাকালো নিউজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ উইকেটে ১৭৯ রান করেছে ভারত।
টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। রেকর্ড গড়ার দিনে ফিফটি করেছেন অধিনায়ক রোহিত শর্মাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার যৌথ রেকর্ড গড়েছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বমঞ্চে এটি ছিল তার ৩৫তম ম্যাচ, শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারন্তে দিলশানের পাশে বসেছেন রোহিত।
টস জিতে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায়। আবারও ব্যর্থ লোকেশ রাহুল, ১২ বলে ১ চারে ৯ রান করে পল ফন মিকেরেনের শিকার হন তিনি।
এই ধাক্কা রোহিত-কোহলি জুটিতে কাটিয়ে ওঠে ভারত। ৭৩ রানের জুটি ভাঙে ১২তম ওভারে। ৩৫ বলে চার চার ও তিন ছয়ে ৫০ করা রোহিত আউট হন ৫৩ রানে। ৩৯ বলের ইনিংস ছিল তার।
এরপর কোহলি ও সূর্যকুমার যাদব ইনিংস শেষ করে আসেন। ৯৫ রানের অপরাজিত জুটি গড়ার পথে দুজনই হাফ সেঞ্চুরি করেন। ৩৭ বলে তিন চার ও এক ছয়ে পঞ্চাশ ছোঁন কোহলি। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত থাকার পথে শেষ ওভারে মারেন দ্বিতীয় ছক্কা। শেষ বলে ছয় হাঁকিয়ে ২৫ বলে পঞ্চাশ পার করেন সূর্যকুমার, সাতটি চারও মারেন তিনি।