
৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে
৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রাজধানীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম সিটির খোলাবাজার থেকে টিসিবির কার্ডধারী পরিবারের লোকজন তা কিনতে পারছেন। পাশাপাশি সাধারণ ভোক্তারাও ক্রয় করতে পারছেন।
বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ কিনছে সরকার। এর মধ্যে প্রথম চালানে দেশে এসেছে ১৬৫০ টন। ঢাকার ১০৩টি, চট্টগ্রামের ৫০টি এবং গাজীপুরের ১৫ থেকে ২০টি স্থানে তা বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে পেঁয়াজ। একজন সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। তবে আড়াই কেজির প্যাকেজ কিনলে গুণতে হবে ১০০ টাকা।