২ দশক পূর্তিতে সৌরভকে বিশেষ সম্মাননা ব্রিটিশদের
সাদাকালো নিউজ
লর্ডস স্টেডিয়ামের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জার্সি খোলা উদযাপনটা মনে আছে? ভারতের ঐতিহাসিক সেই জয়ের ২ দশক পূর্ণ হলো গতকাল। ২০০২ সালের সেই দিন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা আছে সোনার হরফে, এবার ২০২২ সালে সেই কীর্তির ২০ বছর পূর্তির দিনটিও স্মরণীয় হয়ে গেল সেই ফাইনালের অধিনায়ক সৌরভের জন্য। ব্রিটিশ সংসদ বিসিসিআই সভাপতিকে বিশেষ সম্মানে সম্মানিত করল এবার। ব্রিটিশ সংসদের দেওয়া ‘বেঙ্গলস প্রাইড’ সম্মান পেলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ব্রিটিশ সংসদ প্রতিবছরই যে কোনো ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিকে এই সম্মান দিয়ে থাকে। ২০২২ সালে এই বিশেষ সম্মানের জন্য নির্বাচিত হলেন সৌরভ। এমন সম্মান পেয়ে আনন্দ প্রকাশ করেন সৌরভ। বিসিসিআই সভাপতি সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘একজন বাঙালি হিসাবে ব্রিটিশ সংসদ আমাকে সম্মানিত করল। স্বাভাবিকভাবেই এটা ভীষণ স্পেশাল। মাস ছয়েক আগেই ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতিবছর এই সম্মান দেওয়া হয়। এবার আমি পেলাম। সংসদেই ওরা আমাকে সম্মানিত করল।’
১৩ জুলাই, ২০০২ তারিখটাকে ভারতীয় ক্রিকেটের দিনবদলের সূচনা হিসেবে ধরা হয়। সেই দিনই যে ইংল্যান্ডের মাটিতে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে ইংলিশদের হারিয়েছিল সৌরভের ভারত। ‘ঘরে বাঘ, বাইরে কাগুজে বাঘ’ এমন অপবাদ পেছনে ফেলার শুরু যে সেই টুর্নামেন্ট দিয়েই!
সেই দিনই ব্রিটিশ সংসদের সম্মাননা পেলেন সৌরভ।