রাজশাহীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক
রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প বিএমডিএর কার্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা ও মাইক্রোফোন। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাংবাদিকরা আজ সোমবার সকাল ৮টার দিকে ঘটে এই ঘটনা। এতে আঘাত পেয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন- এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলাম।
বর্তমানে চিকিৎসার জন্য তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আঘাতের কারণে ক্যামেরা পারসন রুবেল কানে শুনতে পাচ্ছেন না। সাংবাদিক বুলবুল হাবিব জানান, অফিসের অ্যাসাইনমেন্ট ছিল। তাঁরা বিএমডিএ থেকে লাইভে গিয়েছিলেন। দেখাচ্ছিলেন যে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে আসেন না কর্মকর্তারা।
পরে সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালে অফিসে আসেন সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুর রশীদ। তিনি বলেন, কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে? সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান। কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন কর্মচারীকে তিনি নিচে পাঠান। এরপর তাঁরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। লাইভ চলাকালে বুলবুল ও তাঁর সহকর্মী রুবেলের গায়ে হাত তোলা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
এদিকে বেলা ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকেরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ বিষয়ে অভিযুক্ত বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদ কোনো মন্তব্য করেননি। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সকাল আটটা থেকে সরকারি কর্মকর্তারা অফিসে আসবেন। কিন্তু তাঁরা সঠিক সময়ে আসছেন না।
তিনি আরও জানান, অফিসের অ্যাসাইনমেন্ট হিসেবে বুলবুল ও তাঁর ক্যামেরা পারসন লাইভ করছিলেন। বিএমডিএর নির্বাহী পরিচালকের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়। এ কর্মকর্তার অপসারণ ছাড়া তাঁরা অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।
সাদাকালো নিউজ









