হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যাবে না
সাদাকালো নিউজ
হেঁটে বা সাইকেল দিয়ে পদ্মা সেতু পার হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন এই প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা। তিনি বলেছেন, সেতুতে দ্রুত গতিতে যান চলবে। এখানে স্লো মুভিংয়ের সুযোগ নেই। তাছাড়া টোলের মধ্যে সাইকেল বা হেঁটে যাওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত নেই।
সোমবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
শাহ মো. মুসা বলেন, ‘পদ্মা সেতুর ওপর দিয়ে কোন কোন যানবাহন পার হতে পারবে এবং টোল কত সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেখা গেছে এর মধ্যে কিন্তু সাইকেল নেই। কারণ সেতুর ওপরে দ্রুত গতিতে চলবে যানবাহন। এসময় স্লো মুভিং বা হেঁটে যাওয়া আসা করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এসব বিবেচনায় সাইকেল বা হেঁটে সেতু পার হওয়ার সুযোগ রাখা হয়নি।
পদ্মা সেতুর টোল সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, কার বা জিপের টোল ৭৫০ টাকা, মাইক্রোবাসের ১ হাজার ৩০০ টাকা, মোটরসাইকেলের ১০০ টাকা, পিকআপ ভ্যানের ১ হাজার ২০০ টাকা, ছোট বাসের (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসের (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, বড় বাসের জন্য (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।