হুমকির মুখে মেরিন ড্রাইভ সড়ক
সাদাকালো নিউজ
একপাশে বঙ্গোপসাগর অপরপাশে পাহাড়। এটিই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্য। ১২৫ কিলোমিটার দীর্ঘ সৈকতে এ সড়কটি দেশের পর্যটনের অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কিন্তু সেই সড়কটি এখন হুমকির মুখে।
সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ সড়কে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া কলাতলি মোড় হয়ে মেরিন ড্রাইভ সড়ক সংযোগ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাভাবিকের চেয়ে সাগরে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিশাল ঢেউ প্রতিনিয়ত আঘাত হানছে মেরিন ড্রাইভে। অব্যাহত ভাঙনে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে তৈরি মেরিন ড্রাইভ সড়ক কলাতলী থেকে সাবরাং পর্যন্ত চরম ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে সড়কের কক্সবাজার অংশের কলাতলী, দরিয়ানগর, বড়ছড়া, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, সী-পার্ল হোটেলের সামনেসহ টেকনাফ সাবরাং পর্যন্ত চরম ঝুঁকির মুখে পড়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত এনজিওর গাড়ি চলাচল করছে, তা অত্যান্ত দুঃখজনক। এর ফলে সড়কের ভাঙন দীর্ঘ হচ্ছে। এছাড়া অবৈধ বালু উত্তোলনে সড়কের অংশ ভেঙে যাচ্ছে।’
তিনি বলেন, ‘লিংকরোড-টেকনাফ ও কলাতলি-মেরিন ড্রাইভ সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ হলে মেরিন ড্রাইভ রক্ষা পাবে।’