সুলতানার মৃত্যুর কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন
সাদাকালো নিউজ
নওগাঁয় র্যাব হেফাজতে থাকা অবস্থায় সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদনের ওপর শুনানি হবে।
অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার বিভিন্ন গণমাধ্যমে সুলতানা জেসমিনের মৃত্যুর খবর প্রকাশিত হলে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে আদালত ওই নারীর মৃত্যুর ‘পোস্টমর্টেম রিপোর্ট’ তলব করেন।
২২ মার্চ সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বজনদের দাবি, হেফাজতে থাকা অবস্থায় ওই নারীকে নির্যাতন করা হয়েছে। র্যাব শুরু থেকেই তা অস্বীকার করে এসেছে।