হলের ছাদ থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
রাকিবুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের ছাদ থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামে এক শিক্ষার্থী দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলের দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
অমিত কুমার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন অমিত। তাঁর গ্রামের বাড়ি খুলনায়। বাবা অজয় কুমার বিশ্বাস বাংলাদেশ নৌ বাহিনীতে কর্মরত। পরিবারের একমাত্র সন্তান ছিলেন অমিত।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুরের খাবার খান অমিত। এরপর বন্ধুদের সঙ্গে হলে ফেরেন। বেলা আড়াইটার দিকে বৃষ্টিতে ভেজার জন্য হলের ছাদে যান অমিত। এ সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি।
পাঁচতলা থেকে পড়ার শব্দ শুনে কয়েকজন শিক্ষার্থী সেখানে যান। তাঁরা বমি করা অবস্থায় অমিতকে পড়ে থাকতে দেখেন। পরে অমিতকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর অমিতের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাঃস ছাড়েন অমিত।