স্টার্টআপে নিজেদের অবস্থান ধরে রাখল বাংলাদেশ
সাদাকালো নিউজ
গত বছরের মতো এবারও বিশ্বের ১০০টি দেশের মধ্যে স্টার্টআপ খাতে বাংলাদেশ আগের অবস্থান ধরে রেখেছে। এই খাতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৩তম। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ।
‘গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২২’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্লিঙ্ক। গত ১ জুন এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
স্টার্টআপে ১০০ দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় ভারত ১৯, পাকিস্তান ৭৬ ও শ্রীলঙ্কা ৯০তম অবস্থানে রয়েছে। আর সারা বিশ্বে এই তালিকার শীর্ষে রয়েছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরাইল, কানাডা, সুইডেন, জার্মানি ও সিঙ্গাপুর।
তালিকায় এক হাজার শহরের মধ্যে আঞ্চলিকভাবে ঢাকা ৬৩ ধাপ পিছিয়ে ৩২৬তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় শহর বিবেচনায় ঢাকার অবস্থান ১২তম। তবে এই হাজার শহরের তালিকা থেকে বাদ পড়েছে খুলনা ও চট্টগ্রাম।
বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রয়োজনীয় সমর্থন দরকার। ইন্টারনেট সেবায় স্থিতিশীলতাসহ অবকাঠামোগত উন্নতিকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের নীতিগত সহায়তা, কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপবান্ধব শিল্প-একাডেমিক সহযোগিতা বাড়াতে হবে।