সারার সফলতা
সাদাকালো নিউজ
বলিউড অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বি-টাউনে পা রাখেন তিনি। এ বছরই রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। বক্স অফিস থেকে ২৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি। এর পর আর কোনো ব্যবসাসফল প্রজেক্টে অভিনয় করতে দেখা যায়নি।
সম্প্রতি সারা ও ভিকির ‘যারা হাটকে যারা বাঁচকে’ সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে মুক্তির প্রথম সপ্তাহ শেষ না হতেই বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। মাত্র পাঁচ দিনে সিনেমাটি ৩০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। তাই বলিউড বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ চার বছর পরে সফলতার মুখ দেখছেন সাইফ-কন্যা।
কমেডি ড্রামা ধাঁচের এই সিনেমা সপ্তাহের শুরুতে বেশ ভালো ব্যবসা করে। এর পর সপ্তাহ গড়ানোর সঙ্গে সঙ্গে ভাটা পড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, চার সপ্তাহে সিনেমাটি ১০০ কোটি রুপির কাছাকাছি আয় করতে পারে। যা করোনার পরে সারার কোনো সিনেমার সর্বচ্চো আয়।
৪০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উত্তেকর। সারা-ভিকি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় রাকেশ বেদী, ইন্নামুলহক্ব নিরাজ সুদ ও মেঘনা আগারওয়ালকে। ‘যারা হাটকে যারা বাঁচকে’ এ মাসের ২ তারিখ ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়।