সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুটওয়্যার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৯ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৬১.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৩০৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪৪.১০ টাকা বা ১৬.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এপেক্স ফুটওয়্যার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১৪.১৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১২.৯৯ শতাংশ, জেমিনি সি ফুডের ১২.৪৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.০২ শতাংশ, সি পার্ল বিচের ৮.১২ শতাংশ, ফাইন ফুডসের ৭.৮৫ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৬ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬.৬৭ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬.৬০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।