সানজানার বাবা কে এই শাহিন আলম ? যেভাবে ধরা পড়লেন পুলিশের হাতে ?
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার ঘটনায় তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মেয়েটির মা। নিজেকে শেষ করে দেয়ার আগে সানজানা তাঁর বাবা শাহিন আলমকে দোষী উল্লেখ করেন।
ঘটনার দিন থেকেই পলাতক ছিলেন সানজানার বাবা শাহিন আলম। আজ বুধবার ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে ধরেছে পুলিশ।
এর আগে পরিবারের স্বজনরা জানান, সানজানার বাবা গাড়ির ব্যবসা করতেন। তাঁর নামে একাধিক পাসপোর্ট ছিল। তবে শেষের পাসপোর্টে ভারতের ভিসা লাগানো ছিল। সেই পাসপোর্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, পরিবারের খরচ দিতেন না শাহিন আলম। এ নিয়ে প্রায় বাগবিতণ্ডা হতো সানজানার মায়ের সঙ্গে। স্বভাবও ভালো ছিল না তাঁর। এ কারণে বাসায় কাজের মেয়ে রাখতেও ভয় পেতেন তিনি। ইচ্ছে হলেই মেয়ে সানজানাকে মারতেন শাহিন আলম।
গেল শনিবার দুপুরের দিকে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় চিরকুট লিখে ১২তলা ভবনের ছাদ থেকে লাফ দেন সানজানা মোসাদ্দিকা। পরে সন্ধ্যা সাতটার দিকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।