শ্বাসরুদ্ধকর শেষ ওভারে জিতল প্রাইম ব্যাংক
সাদাকালো নিউজ
মাএ ৬ বলে প্রয়োজন ১৩ রান। হাতে রয়েছে ২ উইকেট। সালাউদ্দিন শাকিলের করা শেষ ওভারের তৃতীয়-চতুর্থ বলে ছয়-চার হাঁকিয়ে জয়ের ম্যাচ টাই করেন আনামুল হক। পঞ্চম বলে রানআউট হয়ে ফেরেন আনামুল।
আনামুলের রানআউটে সহজ সমীকরণ দাঁড়ালো কঠিন হয়ে। এবার জিততে হলে অগ্রণীর ব্যাংক ক্রিকেট ক্লাবের শেষ বলে প্রয়োজন ১ রান। হাতে ১ উইকেট। ক্রিজে এসে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে আরাফাত সানি ১ রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বিকেএসপিতে সোমবার রেলিগেশন লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা লেপার্ডস। টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৫২ রান করে লেপার্ডস। রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণীর। ১ উইকেটের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দলটি।
জহুরুল ইসলাম অমি-মার্শাল আইয়ুবের ফিফটিতে জয়ের ভিত পায় অগ্রণীর। জহুরু ৮৪ বলে ৬৬ ও মার্শাল ৭৭ বলে ৬৩ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। মার্শালের সঙ্গে ১ রান নিয়ে অপরাজিত ছিলেন আরাফাত। এ ছাড়া ওপেনার সাদমান ইসলাম ৫৫ বলে ৪৫ রান করেন।
লেপার্ডসের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সালাউদ্দিন শাকিল, সোহেল রাঙা ও মঈন খান।
এর আগে মঈন খানের অপরাজিত ফিফটিতে অগ্রনীকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়তে পারে লেপার্ডস। মাত্র ২৭ বলে ৫৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মঈন খান। এ ছাড়া ধ্রুব শোরে ৪৫, সোহরাওয়ার্দি শুব ৪০ ও সাব্বির হোসেন সিকদার ৩৩ রান করেন। ২১ রান আসে পিনাক ঘোষের ব্যাট থেকে। অগ্রণীর হয়ে একাই ৪ উইকেট নেন রোহিত রাইডু।